মোঃ নাজমুল হাসানঃ
বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার, এনসিডি কর্ণার, ব্রেস্ট ফিডিং কর্ণার ও কিডস্ জোনের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার ২৮ আগস্ট দুপুরে উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিবাকর বসাক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম।
বিশেষ অতিথির বক্তব্য দেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান, উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা নূরুল আমিন।
এসময় জুনিয়র কনসালটেন্ট (এ্যানেসথেসিয়া) ডাঃ আনোয়ারুল হক , জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডাঃ জোবায়েল আহম্মেদ, জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. মোকছেদা খাতুন, আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. এন,এএম আবুল বাসার, মেডিকেল অফিসার ডা. সাখাওয়াত হোসেন অপু, ইমারজেন্সী মেডিকেল অফিসার বিপ্লব, মেডিকেল অফিসার ডা. মনির হোসেন, মেডিকেল অফিসার ডা. মেহেদি হাসান, মেডিকেল অফিসার ডা. সাদিকা নওশিন, মেডিকেল অফিসার ডা. ববিন আখতারসহ ডেন্টাল সার্জন ও কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
0 $type={blogger}:
Post a Comment