ইসলামপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উদ্যোগে বীর শহীদদের স্মরণ

মোহাম্মদ আলমাছ হোসেন আওয়ালঃ

 

ইসলামপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সহিংসতায় প্রাণ হারানো বীর শহীদদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে তাদের হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৩ আগস্ট) রাত ৮টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উদ্যোগে প্রজ্জ্বলিত মোমবাতি হাতে নিয়ে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন শিক্ষার্থীরা। এছাড়াও জাতীয় সঙ্গীতের মাধ্যমে তাদেরকে শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ইসলামপুর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক মেহেদি হাসান সানির সভাপতিত্বে।

উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়ক জিহাদি হাসান নাবিল খান, মোঃ শরীফ সরকার, হৃদয় খান লোহানী, ইরাম সরকারসহ আরো অনেক।

এর আগে সারাদিন শিক্ষার্থীরা শহরের সড়ক গুলো বিভিন্ন পয়েন্টে যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণসহ শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা করেন।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment