ইসলামপুরে বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

জামালপুর দর্পণ ডেস্কঃ
জামালপুরের ইসলামপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সাধারণ সভায় বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ জুলাই) উপজেলা হলরুমে প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি।
এই সময় ধর্মমন্ত্রী মহোদয় ইসলামপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম ও পুনরায় নির্বাচিত হওয়ায় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যুথীঁকে বরণ করে নেন।
সদ্যবিদায় উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. এস এম জামাল আবদুন নাসের বাবুল, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ ও মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না’র বিদায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম।
বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, সদ্যবিদায় উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জামান আব্দুন নাসের বাবুল, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যুথিঁ, সদ্যবিদায়ী মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাভেদ মোশাররফ রুপক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএএম আবু তাহের, উপজেলা প্রকৌশলী এনামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা এএলএম রেজুয়ান, প্রাণিসম্পদ কর্মকর্তা তোফায়েল আহমেদ, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সুমন তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুসহ আরো অনেকে।
Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment