ইসলামপুরে যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি, আট ইউনিয়ন প্লাবিত

রোকনুজ্জামান সবুজঃ

 

জামালপুরের ইসলামপুরে গত কয়েক দিনে অবিরাম ভারী বর্ষণে উপজেলার ৮ টি ইউনিয়নে যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গত কয়েক দিনে ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে সব নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৬১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় উপজেলার ৮ টি ইউনিয়ন কুলকান্দি,বেলগাছা,চিনাডুলী, সাপধরী,নোয়ারপাড়া,ইসলামপুর সদর,পার্থশী ও পলবান্ধাসহ ৪০ টি গ্রামে নিম্নাঞ্চলে পানি ঢোকেছে।

এতে হুমকিতে রয়েছে নোয়ারপাড়া ইউনিয়নের হাড়গিলা বাঁধসহ কয়েকটি গ্রামের বাড়িঘর,ফসলিজমি।

বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক জানান, সিন্দুরতলী গ্রামে দেড় শতাধিক বসতভিটা যমুনা গর্ভে বিলীন হয়েছে। সিন্দুরতলী সঃপ্রাঃবিদ্যালয় ও মাদ্রাসাসহ নদী গর্ভে যাবে।

এছাড়াও পুরাতন ব্রহ্মপুত্র, দশআনীসহ সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে ।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment