জামালপুর দর্পণ ডেস্কঃ
কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে জামালপুরের সদর উপজেলায় ট্রেন অবরোধ করে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা।
আজ বুধবার ১৭ জুলাই দুপুরে জামালপুর পৌরসভার পাঁচরাস্তা সংলগ্ন শেখেরভিটা এলাকায় এ কর্মসূচি পালন করছেন তারা।
স্থানীয় ও সাধারণ ছাত্র সূত্র জানায়, সকাল থেকেই জামালপুর মির্জা আজম চত্বরে একে একে জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। এরপর সেখানে ঘণ্টাখানেক রাস্তা অবরোধ করার পর শেখেরভিটা এলাকায় গিয়ে গাড়ি অবরোধ করে রাখেন। পরে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়। এরপর আশেক মাহমুদ কলেজ এলাকায় ছাত্রলীগের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্ররা এখনো আশেক মাহমুদ কলেজসহ আশপাশের এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এদিকে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
আন্দোলনরত ছাত্ররা জানান, কোটার যৌক্তিক একটা সমাধান চান তারা। এটি যতক্ষণ সংস্কার না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহব্বত কবীর মুঠোফোনে বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ সতর্ক অবস্থানে।
0 $type={blogger}:
Post a Comment