মোহাম্মদ আলমাছ হোসেন আওয়ালঃ
জামালপুরের ইসলামপুরে ট্রেনের ধাক্কায় নিঁখোজ হওয়া মৃদুল (১২) এর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৪ জুন) ১২টার সময় ইসলামপুর থানাধীন লহ্মীপুর দক্ষিণপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদের পানিতে ভাসমান অবস্থায় মৃদুল মিয়ার লাশ দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ইসলামপুর থানা ও রেলওয়ে পুলিশ মৃদুলের লাশ উদ্ধার করে। মৃতদেহটি বাবা-মা ও দাদা সনাক্ত করেছেন।
জানা যায়, গত শনিবার (২২জুন) দুপুর ৩.৩০ মিনিটের সময় পৌর শহরের পাটনীপাড়া পাথরঘাটা ব্রীজে টিকটক করার সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা ট্রেনের ধাক্কায় পানিতে পড়ে যায় ওই কিশোর। তার সাথে থাকা ৪ জন সাঁতার কেটে উপরে উঠলেও মৃদুল পানির নিচে পড়ে নিখোঁজ হয়।
অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট নিখোঁজ মৃদুলের সন্ধানে উদ্ধার কাজ চালালেও তাকে খোঁজে পাওয়া যায়নি। তিন দিন অতিবাহিত হওয়ার পর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের লহ্মীপুর দক্ষিণপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদের পানিতে ভাসমান অবস্থায় মৃদুল মিয়া (১২) লাশ পাওয়া যায়। মৃদুল (১২) ইসলামপুর পৌর শহরের বেপারীপাড়া গ্রামের বাবু মিয়ার ছেলে।
0 $type={blogger}:
Post a Comment