শেরপুরে বাল‍্য বিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধিঃ

শেরপুর জেলার সদর উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে উপজেলা প্রশাসন এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির যৌথ উদ্যেগে উপজেলা বাল্য বিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ জুন মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বাল‍্য বিয়ে নিরোধ কমিটির সভাপতি ও শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া।

অত্র সভা পরিচালনা করেন ব্র‍্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি’র জেলা ব‍্যবস্থাপক বিদ‍্যুৎ কুমার নন্দী।

সভায় বাল্যবিযে প্রতিরোধে বাল‍্যবিয়ের সাথে জড়িতদের চিহ্নিত করে ব‍্যবস্থা গ্রহণ, কাজী- ইমামদের আরো সচেতন সহ বাল‍্য বিয়ে নিরোধ আইন কঠোরভাবে বাস্তবায়নে আলোচনা হয়। এব‍্যাপারে সবাই স্ব-স্ব অবস্থান থেকে ভুমিকা রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। এসময় থানার অফিসার ইনচার্জ, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা পর্যায়ে দপ্তর প্রধান, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জেলা ব্র্যাক প্রতিনিধি ফারহানা মিল্কী, অফিসার সেলপ মিজানুর রহমান, ইমাম-কাজী সহ অন‍্যান‍্যরা উপস্থিত ছিলেন।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment