রতন মিয়াঃ
প্রকাশ্যেই লোকজনের সামনে গ্রাম পুলিশ নুরনবীকে বেদড়ক মারধর করেন চেয়ারম্যান। এ যেন বাংলা ছবির ভিলেনের চরিত্রের একটি অংশ। বলছি জামালপুর জেলার বকসীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান লাখপতির কথা।
জানা যায়, চেয়ারম্যান মশিউর রহমান লাখপতি বকসীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য। নির্বাচিত হবার পর হতেই ডজন খানেক লিখত অভিযোগ জমা পড়েছে তার নামে। অভিযোগ রয়েছে বকসীগঞ্জ থানাতেও। গেল বৃহস্পতিবার দুপুরে তারই পরিষদ চত্বরে ওই পরিষদের গ্রাম পুলিশ নুরন্নবীকে বেদডক মারধর করেন চেয়ারম্যান মশিউর রহমান লাখপতি। বিচারের দাবিতে সকল গ্রাম পুলিশ মিলে গেল রোববার সকালে চেয়ারময়ান মশিউর রহমান লাখপতির বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরারব লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ দিয়েছেন বকসীগঞ্জ থানাতেও।
এর আগে ওই ইউনিয়নে সকল মেম্বাররা মিলে বিভিন্ন প্রকল্পের টাকা আত্নস্বাত, সভাপতির সাক্ষর জালিয়াতি ছাড়াও বিভিন্ন অভিযোগ উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর। চেয়ারম্যানের প্রতি অনাস্থা দিয়েছেন সকল মেম্বাররা। তবে এসব অভিযোগেও কোন কাজ হয়নি। বরং তার দুর্নীতির মাত্রা আরও বেড়ে চলছে।
তবে এসব দুর্নীতির অভিযোগ ও গ্রাম পুলিশকে মারধরের ঘটনার বিষয়ে চেয়ারম্যান লাখপতির কাছে জানতে চাইলে কোন জবাব দেন নি তিনি।
এসব বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাতও কথা বলতে নারাজ। কোন কিছুই বলতে পারবেন না বলে জানান তিনি।
তাহলে কি এভাবে দিনের পর দিন বাড়তেই থাকবে চেয়ারম্যান মশিউর রহমান লাখপতির দুর্নীতি ও নির্যাতন। সাধারণ মানুষের এমটাই প্রশ্ন উপরিউক্ত কর্মকর্তাদের কাছে।
0 $type={blogger}:
Post a Comment