ইসলামপুরে তিস্তা ট্রেনের ধাক্কায় কিশোর নিখোঁজ

মোহাম্মদ আলমাছ হোসেন আওয়ালঃ

জামালপুরের ইসলামপুরে আন্তঃনগর তিস্তা ট্রেনের ধাক্কায় মৃদুল (১২) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। শনিবার (২২ জুন) দুপুর ৩.৩০ মিনিটের সময় পৌর শহরের পাটনীপাড়া পাথরঘাটা ব্রীজে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষ সূত্রে জানা যায়, পাটনীপাড়া পাথরঘাটা ব্রীজের উপর কয়েকজন বন্ধুসহ বন্যার পানিতে ব্রীজ থেকে লাফিয়ে গোসল করছিল। ওই কিশোর আনমনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা ট্রেনের ধাক্কায় ব্রীজের উপর থেকে পানিতে পড়ে যায়। নিখোঁজ কিশোর মৃদুল (১২) ইসলামপুর পৌর শহরের বেপারীপাড়া গ্রামের বাবু মিয়ার ছেলে।

 

স্থানীয়রা জানান, দুপুরে কয়েক বন্ধু মিলে পাটনীপাড়া পাথরঘাটা ব্রীজ এলাকায় বন্যার পানিতে গোসল করতে আসে মৃদুল। গোসল শেষে লোহার ব্রীজের পশ্চিম পাশে বন্ধুদের অপেক্ষায় আনমনে দাড়িয়ে ছিল। হঠাৎ ট্রেনের ধাক্কা খেয়ে পানিতে পড়ে যায় মৃদুল। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। ইসলামপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ মাজহারুল ইসলাম জানান, বিকাল থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিখোঁজ মৃদুলের সন্ধানে উদ্ধারকাজ চালাচ্ছে। সন্ধ্যা সাতটা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment