জামালপুর দর্পণ ডেস্কঃ
ইসলামপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে। উপজেলার গাইবান্ধা ইউনিয়নের বটচর গ্রামের ভোক্তভোগী সুরুজ আলী (৫০) গংদের অভিযোগ, প্রতিবেশী তোফাজ্জল হোসেনের ছেলে মিন্টু মিয়া (২২)’র সাথে আমার পরিবারের কোন শত্রুতা নেই। তবুও আমাকে নানাভাবে সামাজিক হেয়প্রতিপন্ন ও হয়রানি করার জন্য সম্প্রতি একটি মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার জন্য মিথ্যা ঘটনা সাজিয়ে আমার বিরুদ্ধে আদালতে সি,আর নং-২৫৭(১)২০২৪ মোকদ্দমা দায়ের করেছে।”
উক্ত মামলার ঘটনাস্থল পাশবর্তী ইউনিয়নের সভাকুড়া বাংলা বাজার তিন রাস্তা মোড়ে সরেজমিনে গেলে আব্দুল আলিম, মামুন মিয়া, শফিকুল ইসলাম সাগর, ইদ্রিস মিয়া ও মোবারক হোসেনসহ বাজারের ব্যবসায়ীরা জানান, গত ২/৩মাসের মধ্যে এখানে কোন মারামারি ঘটনা ঘটেনি।
অথচ বিবাদীরা গত ৩১ মে/২৪ উক্ত ঘটনা স্থল দেখিয়ে একটি মারামারি কাল্পনিক ঘটনা অবতারণা করে আহতদের স্হানীয় হাসপাতালে ভর্তি না করে পার্শবর্তী দেওয়ানগঞ্জ উপজেলায় ভর্ভি দেখানো হয়েছে।
এ ব্যাপারে নাটকীয় মিথ্যা ঘটনা মামলা সাজানো বাদী মিন্টু সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
এই সব মিথ্যা ঘটনা হয়রানি মূলক মামলা মোকদ্দমা নিয়ে বিপাকে পড়েছে নিরিহ ভুক্তভোগির সুরুজ আলী গংরা। তাই ভোক্তভোগী সুরুজ আলী আইন প্রয়োগকারী সংস্থার নিকট ঘটনার সঠিক তদন্ত পূর্বক ন্যায় বিচার প্রার্থানা করেছেন।
0 $type={blogger}:
Post a Comment