জেল খেটে এসে সাবেক স্ত্রীকে হত্যা করলো তালাকপ্রাপ্ত স্বামী

রোকনুজ্জামান সবুজঃ

জামালপুরের সরিষাবাড়ীতে তিনমাস জেল খেটে এসে সাবেক স্ত্রী কাঞ্চন ওরফে সাথী আক্তারকে (২৫) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে সরল মিয়া (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে।

বুধবার (১৯ জুন) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার (সাথী) মৃত্যু হয়। এর আগে, ঈদের আগেরদিন রবিবার (১৬জুন) উপজেলার ভাটারা ইউনিয়নের মহিষাবাদুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, এক বছর আগে উপজেলার ভাটারা ইউনিয়নের মহিষাবাদুরিয়া গ্রামের আবুল কাসেমের মেয়ের সাথে দিনাজপুর হিলি উপজেলার সরল মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মাঝে বনিবনা না হওয়ায় স্বামীকে তালাক দিয়ে নিজ এলাকায় চলে আসেন সাথী আক্তার। পরে সরল মিয়া মহিষাবাদুরিয়া এলাকায় এসে রাজমিস্ত্রীর কাজ শুরু করার এক পর্যায়ে তালাকপ্রাপ্ত স্ত্রীকে উত্যক্ত শুরু করেন। এই ঘটনায় সরিষাবাড়ী থানায় অভিযোগ করলে সরল মিয়াকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।

এরপর তিনমাস জেল খেটে সম্প্রতি আবারও এই এলাকায় আসেন সরল মিয়া এবং ঈদের আগেরদিন রবিবার রাত ৯টায় ভাটারা বাজার থেকে একই ভ্যানে মহিষাবাদুরিয়া এলাকায় গিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে সাথী আক্তারকে ছুরিকাঘাত করে সরল মিয়া পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সেখান থেকে চিকিৎকগণ ঢাকা রেফার করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪টায় সাথী আক্তারের মৃত্যু হয়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান মুঠোফোনে বলেন, ঈদের আগেরদিন ছু্রিকাঘাতের ঘটনাটি ঘটে। ওইদিন রাতেই একটি মামলা দায়ের করা হয়। আজকে মেয়েটি মারা গিয়েছে। মামলা দায়েরের পর থেকে আসামিকে গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment