শেরপুরে ঐতিহ্যবাহী ভীমগঞ্জ বাজারে ঈদুল আযহা'র জামাত অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি :

শেরপুরে ঐতিয্যবাহী ভীমগঞ্জ বাজার ঈদগাহ্ মাঠে ঈদুল আযহা’র জামাত ১৭ জুন সোমবার সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠিত হয়েছে। শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ বাজারে ঈদুল আযহা’র বৃহত্তম জামায়াত অনুষ্ঠিত হয় এই জামাতে প্রায় ৮ হাজার ধর্মপ্রাণ মুসলমান ঈদুল আযহা’র নামাজ আদায় করেন। এই ঈদের জামাতে ঈমামতি করেন সুদূর টাংগাইল জেলা থেকে আগত মাওলানা মোঃ মতিউর রহমান।

 

ঐতিহ্যবাহী ঈদগাহ্ মাঠ পরিচালনা কমিটি’র সভাপতি মোঃ লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, কোষাধ্যক্ষ মোঃ হামিদ সরকারসহ কমিটির অন্যান সদস্যবৃন্দু উপস্থিত ছিলেন।

 

জানা যায়, ঐতিহ্যবাহী ভীমগঞ্জ বাজার ঈদগাহ্ মাঠ স্থাপিত হয়েছিলো-১৯৫৮ সালে ওই সময় জমিদাতা ছিলেন মরহুম তোফাইল উদ্দিন। ঐতিহ্যবাহী এ ঈদগাহ্ মাঠের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়াও শেরপুর জেলা শহরে
পবিত্র ঈদুল আযহা’র নামাজ অনুষ্ঠিত হয়েছে, পৌর ঈদগাহ মাঠ, চাপাতলী জেলা পরিষদ মাঠ, মাইসাহেবা ঈদগাহ মাঠ, তেরাবাজার মাদরাসা ঈদগাহ মাঠ, ইদ্রিসিয়া কামিল মাদরাসা মাঠ, নবীনগর ফারুকীয়া মাদরাসা মাঠ, কাজি বাড়ী ঈদগাহ মাঠ, বাগরাকসা তালুকদার বাড়ী জামে মসজিদ, কসবা শাহী মসজিদ মাঠ,কসবা মাজার ঈদগাহ মাঠ, রাজার কাচারী ঈদগাহ মাঠ, খোয়ারপাড় শাপলা চত্বর মসজিদ,শীতলপুর ঈদগাহ মাঠ, ঢাকলহাটি মসজিদে নুর,গৌরীপুর দুখিয়া আলম মাদরাসা মাঠ,মোবারকপুর আখের মাহমুদ ঈদগাহ মাঠ,
কসবা কাঠঘর ঈদগাহ মাঠ,দিঘারপাড় উত্তরপাড়া ঈদগাহ মাঠ,
দিঘারপাড় কান্দাপাড়া ঈদগাহ মাঠ, দক্ষিণ নবীনগর স.প্রা. বিঃ ঈদগাহ মাঠ, জেলা কারাগার প্রাঙ্গনসহ প্রায় ২৯ টি স্থানে ঈদুল আযহা’র জামাত অনুষ্ঠিত হয়।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment