আহমেদ কায়সার (সজীব), লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
ক্ষমতা নয় মনুষ্যত্বের পরিচয় দিতে চাই, বললেন লালমোহন উপজেলার সাবেক সফল ভাইস চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের আহবায়ক -আবুল হাসান রিমন ।
গত পাঁচ বছর সফলতার সাথে লালমোহন উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।তিনি তার সফলতা পিছনের গল্পকে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হিসেবে স্বীকার করেন। তিনি বলেন লালমোহন উপজেলার সাধারণ মানুষকে সহযোগিতা করাই তার সফলতা। নেতা নয় কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিতে সাচ্ছন্ন বোধ করেন তিনি।
২০২৪ এ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে তিনি চশমা প্রতিক নিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
এ বিষয়ে লালমোহন উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ জনতার সাথে কথা বলে জানা যায় আবুল হাসান রিমন অত্যন্ত সাদা মনের এবং সর্বস্তরের মানুষের সাথে মিশুক একজন ব্যক্তি। তার কাছে গিয়ে সহযোগিতা পাইনি এমন মানুষ খুব কম আছে এবং তার দুর্দশিতা সদাচরণ এবং বিচক্ষণতার মাধ্যমে তিনি তার সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ লালমোহর উপজেলা শাখার সকল ইউনিয়নের নেতাকর্মীদেরকে সুসংগঠিত ভাবে পরিচালনা করেন। তিনি মনে করেন তিনার প্রতিটি সংগঠন খুবই শক্তিশালী মেধাবী বিনয়ী শিক্ষা অনুরাগি।
এ বিষয়ে চরভূতা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জনাব (কামাল মিঝির) সাথে কথা বলে জানা গেছে তিনি বলেন আমরা রাজনীতি করি (নুরুন্নবী চৌধুরী শাওন) এমপি মহোদয়ের হাত ধরে এবং আমাদের সংগঠক যুবলীগের লালমোহন উপজেলার আহবায় জনাব আবুল হাসান রিমন মামার নেতৃত্বে আমরা তৃণমূল পর্যায় কাজ করে যাচ্ছি।
ব্যক্তি নয় আমি আবুল হাসান রিমন মামার সহমর্মিতার কারণে তার নির্বাচন করব। এ বিষয়ে সাধারণ মানুষেরে সিদ্ধান্তকে আমাদের সিদ্ধান্ত বলে আমরা মনে করি। তাই তিনি সাধারণ মানুষকে আবুল হাসান রিমন এর পথিক( চশমা) মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান করেন।
0 $type={blogger}:
Post a Comment