শেরপুরে কিশোরীদের আত্মরক্ষামুলক দক্ষতা উন্নয়নে কারাতে প্রশিক্ষণ

শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে কিশোরীদের আত্নরক্ষামূলক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কারাতে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ৬ মে সোমবার বিকেলে শেরপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ কারাতে প্রশিক্ষণের উদ্বোদন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটির সহযোগিতায় জেলা প্রশাসন ৪ মাস মেয়াদী এ কারাতে প্রশিক্ষণের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম বলেন, কিশোরীদের আত্মরক্ষার্থে কারাতে প্রশিক্ষণের বিকল্প নেই। আজকের কিশোর-কিশোরীরা আগামী দিনের ভবিষ্যৎ। কারাতে প্রশিক্ষণের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং নিজেদের করে আত্নরক্ষার পথও সুগম হবে।
শেরপুর কালেক্টরেট স্কুল এন্ড কলজের প্রধান শিক্ষিকা ইসরাত সুলতানা পুতুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব উল আহসান, জন উদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ। এসময় শেরপুর মডেল গার্লস কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ তপন সারোয়ার, জন উদ্যোগ সদস্য সচিব হাকিম বাবুল, সাংবাদিক কবি রফিক মজিদ, বিতার্কিক এস.এম. ইমতিয়াজ চৌধুরী, কারাতের প্রশিক্ষক ব্ল্যাকবেল্ট ছানুয়ার হোসেনসহ কালেক্টরেটের অন্যান্য সহকারি কমিশনারবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রশিক্ষণার্থী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ উদ্বোধনের আগে জেলা প্রশাসকের সহযোগীতায় প্রশিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে কারাতের পোষাক প্রদান করা হয়। আগামী ৪ মাস সপ্তাহে ৪ দিন দুই ঘন্টা করে কালেক্টরেট স্কুল ও কলেজ এর ২৫ শিক্ষার্থীকে কারাতে প্রশিক্ষণ দেয়া হবে বলে আয়োজকরা জানান। এর আগে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও পুলিশ লাইন্স একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশনের অর্ধশতাধিক শিক্ষার্থীকে দুই দফায় কারাতে প্রশিক্ষণ প্রদান করা হয়।
Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment