কলকাতা প্রতিনিধিঃ
আজ ২রা মে বৃহস্পতিবার দীপক অধিকারী অভিনেতা দেব মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে এসে জানালেন, আমি লোকসভা ভোটে যতগুলি ভোট পাব, ততগুলি গাছ ঘাটালে লাগাবো।
নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী এবারে মনোনয়নপত্র জমা দিতে এলেন ঘাটালে প্রাক্তন সাংসদ তথা তৃণমূল প্রার্থী দীপক অধিকারী, এদিন মেদিনীপুর শহরে কালেক্টরেটে , অতিরিক্ত জেলাশাসকের কাছে তার মনোনয়নপত্র জমা দেন ,তবে মনোনয়ন জমা দেওয়ার আগে তিনি তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করেন।
হুডখোলা গাড়িতে রীতিমতো বর্ণাঢ্য মিছিল সহকারে মনোনয়নপত্র জমা দিতে গেলেন দীপক অধিকারী, ওরফে অভিনেতা দেব, তার সঙ্গে উপস্থিত ছিলেন ঘাটালের সাংগঠনিক জেলা সভাপতি আশীষ হুদাইত, পিংলার বিধায়ক অজিত মাইতি, মানস ভূঁইয়া, শিউলি সাহা, মোহাম্মদ রফিক ,মমতা ভূঁইয়া সহ অন্যান্যরা।
মনোনয়ন জমা দেওয়ার আগে, ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের উদ্যোগে ঘাটালের খড়ার শহরে দলপতিপুরে স্বয়ম্বর লজে রক্তদান শিবিরের আয়োজন করা হয়, সাতসকালে সেখানে রক্তদান করে মনোনয়নপত্র দাখিলের উদ্দেশ্যে রওনা দেন ঘাটালের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী,
এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার পর, তৃণমূল প্রার্থী দেব বলেন, যেভাবে দিন দিন গরম বাড়ছে, তাতে নিজেদের এলাকার চারিদিকে গাছ লাগানো দরকার। এদিন রক্তদান শিবির থেকেই দেব আরো একটি শপথ গ্রহণ করেন, যে এই নির্বাচনে তার জয় হোক বা না হোক, যতগুলি ভোট তৃণমূল কংগ্রেস পাবে ততগুলি গাছ তৈরি করবে ঘাটালে, শুধু তাই নয় তিনি বিরোধীদলকেও একই কাজে আহ্বান জানান।
0 $type={blogger}:
Post a Comment