জামালপুর দর্পণ ডেস্কঃ
পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হচ্ছে পিতার কাঁধে সন্তানের লাশ। যা কোন পিতার পক্ষে বহন করা কোন সহজ কাজ নয়।
জামালপুর জেলার ইসলামপুর উপজেলার দক্ষিণ বাটিকামারীর নতুন পাড়া গ্রামের নিবাসী ও ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মোহাম্মদ আনিছুর রহমান বাবলু স্যারের একমাত্র সন্তান আরাফাত রহমান রাজ শুক্রবার আনুমানিক সকাল ৫.৩০ ঘটিকায় নিজ বাড়িতে ইন্তেকাল করে (ইন্নানিল্লাহি….. রাজিউন)।
একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক ও বাকরুদ্ধ পিতা-মাতা। পিতা-মাতা ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
শুক্রবার সকাল পাঁচটার দিকে রাজের রুম থেকে গোঙ্গানির শব্দ শুনে তার মা দৌড়ে তার রুমে যায়। রাজের কোন সাড়া শব্দ না পাওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় ইসলামপুর সরকারি জেনারেল হাসপাতালে। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রাজকে মৃত ঘোষণা করে। মৃত্যুকালে রাজের বয়স হয়েছিল মাত্র ১৬ বছর।
দুপুর ২.৩০ মিনিটে নিজ বাড়িতে পারিবারিক গোরস্থানে রাজকে দাফন করা হয়। জানাজা নামাজের ইমামতি করেন রাজের বাবা। আরাফাত রহমান রাজের মৃত্যুতে শোক জানিয়েছেন জে জে কে এম শিক্ষা পরিবারসহ অনেকেই। রাজের মৃত্যুকে যেন কোনভাবেই মেনে নিতে পারছে না তার পরিবারসহ আত্নীয়-স্বজন ও এলাকাবাসী।
উল্লেখ্য, আরাফাত রহমান রাজ এবছর সরকারি ইসলামপুর নেকজাহান পাইলট মডেল হাইস্কুলের বিজ্ঞান শাখা থেকে এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
0 $type={blogger}:
Post a Comment