জামালপুর সরকারী আশেক মাহমুদ কলেজের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

জামালপুর প্রতিনিধিঃ

“উচ্চ শিক্ষায় উন্মুক্ত হোক উন্নত জীবন পথ, সমৃদ্ধ হোক
আগামীদিনের বাংলাদেশ” এই শ্লোগান কে সামনে রেখে জামালপুর সরকারী আশেক মাহমুদ কলেজ ২০২৩-২৪ শিক্ষা বর্ষে উচ্চশিক্ষা ভর্তি পরীক্ষায় বিশেষ কৃতিত্বের জন্য মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে জামালপুর সরকারী আশেক মাহমুদ কলেজের উদ্যোগে কলেজ শিক্ষক মিলনাতয়নে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু বিজন কুমার চন্দ্র, পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর খেলনা রানী দেব, কলেজ শিক্ষক সংসদের সাধারন সম্পাদক শাকের আহম্মেদ চৌধুরী, বাংলা বিভাগের অধ্যাপক আব্দুল হাই আল হাদী, কৃতি শিক্ষার্থী তানজিলা ফেরদৌস অর্থী সহ আরো অনেকে।

 

এসময় বক্তারা এআই ভিত্তিক ৪র্থ শিল্প বিপ্লবের সাথে পাল্লা দিয়ে মেধা মননের সাথে মেধার বিকাশ ঘটাতে হবে এবং যুগপযোগী শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তোলার আহবান জানান।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment