শেরপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ

নাজমুল হোসাইন, শেরপুর প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে গঠিত সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় শেরপুরে সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২১ এপ্রিল রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই অনুদানের চেক বিতরণ করেন প্রধান অতিথি শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পদোন্নতিপ্রাপ্ত উপসচিব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, প্রেসক্লাবের সহ-সভাপতি আছাদুজ্জামান মোরাদসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ ও অনুদানপ্রাপ্ত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এদিন ৫ জন সাংবাদিকের মাঝে ৫০ হাজার টাকা করে মোট আড়াই লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। অনুদানপ্রাপ্ত সাংবাদিকরা হচ্ছেন তালাত মাহমুদ, আদিল মাহমুদ উজ্জল, রেজাউল করিম বকুল, শওকত জামান ও বুলবুল আহমেদ।
Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment