শেরপুর প্রতিনিধি:
শেরপুর সদর উপজেলার ৬ নং পাকুড়িয়া ইউনিয়নের বাদাপাড়া গ্রামে বাসিন্দা মো. সিরাজ আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলম(৩৫) থানা ও জেলা- শেরপুর।
বর্তমান ঠিকানা- পশ্চিম নয়াপাড়া (জনৈক মহন এর বাসার ভাড়াটীয়া) থানা ও জেলা-জামালপুর। মোঃ জাহাঙ্গীর আলম ২৮-০৩-২০২৪ ইং তারিখে আনুমানিক সকাল সাড়ে ৮টার সময় বাসা থেকে বের হয়। সে তাহার ব্যবসায়িক কাপড় ক্রয় করার জন্য বাসা হইতে বাহির হয় কিন্তু আর বাসায় ফেরেনি এবং তার মোবাইল নাম্বার টাও বন্ধ-01303357069,

বর্ণনা- নাম- মো. জাহাঙ্গীর আলম, বয়স(৩৫),গায়ের রং- উজ্জল শ্যামা,উচ্চতা-৫ফুট ৬ ইঞ্চি,মাঝারি গঠন,মুখমন্ডল লম্বাটে, পড়নে ছিলো ছাপা ফুল হাতা শার্ট এবং কালো চেক লুঙ্গি।
জামালপুর থানা জিডি নং-৩২৭,তাং-০৫-০৪-২০২৪ইং। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল।
মোঃ জাহাঙ্গীর আলম এর স্ত্রী মোবাইল-01332600988
0 $type={blogger}:
Post a Comment