শেরপুর পাকুড়িয়ায় বাজার কমিটির দ্বন্দ্বে সৃষ্টি হলো রূপকনগর বাজার

শেরপুর প্রতিনিধিঃ

জেলার শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া বাজারটি
প্রায় ৩ যুগের প্রতিষ্ঠিত একটি বাজার। বাজারটি দীর্ঘদিন থেকে জাকজমক ভাবে চলে আসলেও ইদানিং নানা কারণে ভাঙ্গণের সূর উঠেছে। কেননা বাজার কমিটির পক্ষ থেকে নানা বিষয়ে ব্যবসায়ীদের উপর আপত্তিকর আদেশ প্রদান করায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ সৃষ্ঠির বহিঃপ্রকাশের ফলে নতুন করে গড়ে উঠছে রূপকনগর বাজার।

 

 

এলাকার বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, পাকুড়িয়া মাজার সংলগ্ল মতুরা বাজারটি ৮০জন সদস্য মিলে ৩২ বছরে আগে বাজারটি প্রতিষ্ঠিত করেন। সাম্প্রতিকালে মতুরা বাজারটি নতুন কমিটির সভাপতি, পাকুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক, সাবেক ইউপি সদস্য আব্দুল রশিদ মেম্বারের নেতৃত্বে বাজারটি ভালভাবেই চলে আসছিল।

 

হঠাৎ করে বাজার কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয় যে, বাজারের সকল দোকানদারের কাছ থেকে ৫ হাজার করে ঘরের জামানত ও প্রতি মাসে ৩ শত টাকা করে ভাড়া আদায় করা হবে। বাজার কমিটির এই অনৈতিক সিদ্ধান্ত মেনে না নিয়ে তারা ঝড়ার বাড়ী নতুন বাজার গড়ার ডাক দেন। তাদের ডাকে গেলো ৩সপ্তাহ থেকে ঝড়ার বাড়ী মোড়েই বাজার বসতে শুরু করেছে। ইতিমধ্যে গত ২৬ এপ্রিল রাতে ঝড়ার বাড়ী মোড়ের এ বাজারের নামকরণের জন্য সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত সকল ব্যবসায়ীদের সন্মুতিতে উক্ত বাজারে “রূপক নগর” বাজার নামে নামকরণ করা হয়। সেইসাথে এই বাজার পরিচালনার জন্যে মোঃ মনোয়ার হোসেন রূপককে সভাপতি এবং মোঃ আব্দুল মান্নানকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

 

 

এলাকাবাসীরা জানান, নতুন আরেকটি বাজার হওয়াতে আমরা নিত্য প্রয়োজনীয় পণ্য বাজার থেকে ক্রয় করতে পারবো।

 

 

বাজারের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান,
পাকুড়িয়া মতুরা বাজার কমিটির নানা দুনীতির কারণেই আমরা নতুন বাজার প্রতিষ্ঠা করেছি। তারা আরো জানান, বাজারটি তিন এলাকার মাঝখানে হওয়ায় সকলেরই সুবিধা হবে।

 

 

এই নতুন বাজারের জমিদাতারা হলেন, মো. আতস আলী, আব্দুল মান্নান, মনোয়ার হোসেন রূপক, সুমন মিয়া, ময়নালী মিয়া।

 

 

এই বাজার প্রতিষ্ঠার বিষয়ে ঝড়ার বাড়ী মোড় সংগ্লন এলাকার সকলেই সার্বিক সহযোগিতা করেন।

 

 

উল্লেখ, রূপক নগর বাজার প্রতিষ্ঠার সভায় ইউপি সদস্য মো. আরিফ মিয়া, মো. সাইয়েদুর রহমান,কমিউনিস্ট নেতা মো. সোলায়মান আহমেদসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment