মতিন রহমানঃ
জামালপুরের বকশীগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের ওপর অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে এক সন্তানের জননী।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকালে উপজেলার কামালপুর ইউনিয়নের মির্ধাপাড়া চৌরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় বাড়ি থেকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে শেরপুর হাসপাতালে পাঠায়।
প্রেমিক সোলাইমান হক বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের মির্ধাপাড়া চৌরাস্তা এলাকার আলী আকবরের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বে তার বিয়ে হয়েছিল। তার ঘরে একটি ছেলে সন্তান রয়েছে। চার বছর আগে স্বামীর সঙ্গে তার সংসার ভেঙে যায়।এর পর থেকে তিনি বাবার বাড়িতেই সন্তান নিয়ে বসবাস করছেন। সংসার ভাঙার পরেই একই এলাকার আলী আকবরের ছেলে সোলাইমান হকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সূত্র ধরে যুবক সোলাইমান তার সঙ্গে প্রায় সময় দেখা করতেন।
এসময় বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন। শারীরিক সম্পর্কের পরই সোলাইমান বিয়ের প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়ান। তাকে বিয়ের জন্য চাপ দিলে তালবাহানা শুরু করেন।মোবাইল নম্বর ব্লক করে দেন। পরে তিনি নিরুপায় হয়ে গত ১৪ এপ্রিল রোববার বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন। সেই সময় ছেলের অভিভাবকরা ও স্থানীয়রা বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটিকে তার বাড়িতে পাঠিয়ে দেন। দুই দিন পার হয়ে গেলেও বিয়ের কোন আলোচনা না হওয়ায় মেয়েটি আত্মহত্যার চেষ্টা করে।
0 $type={blogger}:
Post a Comment