মোহাম্মদ আলমাছ হোসেন আওয়াল, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ
“ওই শোন দেয় হাঁক নতুনের বানী, ধুয়ে মুছে যাক সব অতীতের গ্লানি” এই স্লোগানকে সামনে রেখে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে জামালপুরের ইসলামপুরে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বর এসে শেষ হয়। শোভাযাত্রাটিতে ধর্মমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. এস.এম জামাল আবদুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম, সহ-সভাপতি অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাসসহ আরও অনেক উপস্থিত ছিলেন।
মঙ্গল শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহন করেন।
0 $type={blogger}:
Post a Comment