জামালপুর দর্পণ ডেস্কঃ
শেরপুরের নালিতাবাড়ীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এ কর্মরত বৃহত্তর ময়মনসিংহে বসবাসকারী কর্মকর্তা ও কর্মচারীদের ঈদ পুনর্মিলনী ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) বিকাল ৩.৩০ ঘটিকায় নালিতাবাড়ী উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ ঈদ পুনর্মিলনী ও মত বিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত ঈদ পুনর্মিলনী ও মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারপারসন, বোর্ড অফ ডিরেক্টরস্ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মোঃ আবদুস সামাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল, যোগানী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান সাহেব।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোঃ আবুল হোসাইন।
ঈদ পুনর্মিলনী ও মত বিনিময় সভা সম্পর্কে জানতে চাওয়া হলে একাধিক কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, এরকম একটি মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য চেয়ারম্যান স্যার ও আঞ্চলিক পরিচালক স্যারকে অশেষ ধন্যবাদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুভ্র প্রকাশ পাল।
0 $type={blogger}:
Post a Comment