কলকাতা প্রতিনিধিঃ
আজ ২৭শে এপ্রিল শনিবার, পশ্চিম মেদিনীপুর লোকসভা ভোটের প্রার্থী অগ্নিমিত্রা পল দোকানে দোকানে গিয়ে জনসংযোগ বাড়ালেন, লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক নেতা-নেত্রীদের মুখে ফুলঝুরি ঝরছে।
শনিবার বিকালে মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা ফল, মেদিনীপুর সদর ব্লকের বিভিন্ন এলাকায় তার প্রচার কর্মসূচী সারেন , যোগ দেন দলীয় এক রক্তদান শিবিরে ,রক্ত দাতাদের হাতে গোলাপ দিয়ে অভিনন্দন জানান। পাশাপাশি মেদিনীপুর সদরের চাঁদরা এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে সংগঠনিক বৈঠক করেন, মেদনীপুরের গেট বাজার এলাকায় দোকানে দোকানে যান ভোটের প্রচারে।
প্রচার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে, গতকাল রাতে খড়গোপুরের ঘটনাকে কেন্দ্র করে পুলিশকে বলেন এক চুল্লী জলে ডুবে মরুন।
পুলিশের ন্যূনতম লজ্জা টুকু নেই বলে অভিযোগ করলেন অগ্নিমিত্র , ভোট করাতে পুলিশ প্রশাসনকে ব্যবহার করছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সঙ্গে শাহজাহানদের মতো গুন্ডা মস্তানদের সহযোগিতা করছে মুখ্যমন্ত্রী।
বর্তমান রাজ্য সরকারের পাশাপাশি বিগত ৩৪ বছরের বামফ্রন্ট সরকারেরও সমালোচনা করলেন অগ্নিমিত্রা। তিনি বলেন বামফ্রন্ট সরকার রাজ্যটাকে এমনিতেই অনেক পিছিয়ে নিয়ে ইংরেজি শিক্ষা তুলে দেওয়া কম্পিউটারে না ঢুকতে দেওয়া কিন্তু নিজেদের ছেলে-মেয়েকে বাইরে পড়ে ভালো পড়াশোনা করিয়েছেন, সেই সঙ্গে রাজ্যজুড়ে একাধিক কলকারখানাও বন্ধ করে দেওয়া হয়েছিল।
তারপর বাংলার মানুষ ভেবেছিল পরিবর্তন হবে। বাংলার মানুষের জীবন যাপন একটু ভালো হবে, তবে এই মুখ্যমন্ত্রী আবার বামফ্রন্টের থেকেও বেশি অত্যাচারী হয়ে উঠেছে, তারা যে অত্যাচার ও নৈরাজ্যে ভরিয়ে তুলেছে, এইরকম বিভিন্নভাবে রাজ্য সরকারকে আক্রমণ করতে থাকেন লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।
0 $type={blogger}:
Post a Comment