ভোট প্রচারে নামলেন লোকসভা কেন্দ্রের প্রার্থী জুন মালিয়া

কলকাতা প্রতিনিধিঃ

১৮ই মার্চ সোমবার লোকসভা কেন্দ্রের প্রার্থী জুন মালিয়া, পূর্ব মেদিনীপুরের এগরা হট্টনাগর মন্দিরে পুজো দিয়ে ও মাজারে চাদর চড়িয়ে ভোট প্রচারে নামলেন।

মেদিনীপুর জেলার এগরা তে আসেন জুন মালিয়া এবং প্রথমে মাজারে চাদর চড়িয়ে শ্রদ্ধা জানান ,পরে কর্মী সমর্থকদের সঙ্গে পায়ে পা মিলিয়ে পদযাত্রা সহকারে এগরা হট্টনাগর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। এদিন তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে দেখে সেলফি তুলতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। জুন মালিয়ার আসার খবর পাওয়ার সাথে সাথে ভিড় জমাতে থাকে এলাকায়।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুন মালিয়া জানান, আমি এগরা থেকে প্রথম লোকসভা ভোটের প্রচার শুরু করলাম, বিভিন্ন জায়গায় সকলের আশীর্বাদ নিয়েছি। এখন ঠাকুরের আশীর্বাদ নিলাম, এত ভালোবাসা যখন পাচ্ছি। এত আন্তরিকতা যখন পাচ্ছি স্বতঃস্ফূর্তভাবে , তাই বাবার কাছে প্রার্থনা করে গেলাম, বাংলার মানুষ যেন তাদের অধিকার অর্জন করে নিতে পারে, বাংলার মানুষ যেন ন্যায্য প্রার্থীকে ভোট দেয়, অশান্তি দূর হয়, শান্তির বাণী ফিরিয়ে আনে।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment