মেলান্দহে নবাগত উপজেলা নির্বাহীর অফিসারের পরিচিতি ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুরে মেলান্দহে উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও সুধীজনদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ৩ ফেব্রুয়ারী) মেলান্দহ মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামের হলরুমে অনুষ্ঠিত হয়।

মেলান্দহ উপজেলার নবাগত নির্বাহী অফিসার ইউএনও মাহাবুবা হকের সভাপতিত্বে পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, মেলান্দহ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ আব্দুল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. গাজী মোহাম্মদ রফিকুল হক, জেলা আওয়ামী লীগের সদস্য ও দুরমুঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজি প্রমুখ।

বক্তারা মেলান্দহের শিক্ষা-স্বাস্থ্য, বাল্যবিবাহ আইন শৃঙ্খলা, অবকাঠামোসহ বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরেন।

মেলান্দহ উপজেলার নবাগত ইউএনও মাহাবুবা হক জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও সুধীজনসহ সকলের কাছে সহযোগিতা কামনা করেন।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment