শেরপুরে দোস্ত এইড সোসাইটি বাংলাদেশের উদ্যোগে ফ্যামিলি ফুড প্যাক বিতরণ

শেরপুর প্রতিনিধিঃ
শেরপুর সদর উপজেলার কামারের চর চৌধুরী বাড়ি এলাকায় দোস্ত এইড ফাউন্ডেশনের উদ্যোগে ২ মার্চ শনিবার ৬ টি ইউনিয়নের ৫০০ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। চৌধুরী বাড়ি খোশ মাহমুদিয়া (কেএমআই) আলীম মাদরাসা মাঠে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধনী পর্বে  সভাপতিত্ব করেন দোস্ত এইড সোসাইটি বাংলাদেশের চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম খান  চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে মোবাইলে বক্তব্য প্রদান করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন, শেরপুর জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান চেয়ারম্যান ও জাহাঙ্গীর আলম খান, শেরপুর ডিসট্রিক্ট ডিবেট ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ  ইমতিয়াজ চৌধুরী শৈবাল, দোস্ত এইডের হেড অফ একাউন্টস এন্ড ফাইন্যান্স সুমন চৌধুরী, সাংবাদিক মুরাদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন চরমোচারিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খন্দকার মিজানুর রহমান, জেলা যুবলীগের নেতা মাহবুবুল আলম লিমন,  সাবেক ছাত্রনেতা রুকনুজ্জামান খোকন, শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শিপু।
প্রতিটি প্যাকেটে চাল ৫ কেজি, আটা ৫ কেজি, ডাল ১ কেজি, লবন ১ কেজি, ছোলা ১ কেজি, চিনি ১ কেজি, তেল ১ লিটার, মুড়ি ১কেজি, খেজুর ১ কেজি, ট্যাঙ্ক ৫০০গ্রাম।  প্রতিটি ফুড প্যাকেটের মূল্য প্রায় ২০০০ টাকা। ওজনের প্রায় ২ হাজার টাকা মূল্যের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
উপকারভোগী জুলেখা বেগম বলেন, ‘পুলাপান স্বামী সংসার নিয়া খুব কষ্টে দিন যাইতাছে। অহন এই খাবারগুলো পাইয়া ৫ টা পুলাপান নিয়া নিশ্চিন্তে রোজাগুলা করবার পামু’।
Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment