ইসলামপুরে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদা সুলতানা যূথীর গণসংযোগ

মোহাম্মদ আলমাছ হোসেন আওয়ালঃ

জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও আওয়ামী যুব মহিলা লীগের সংগ্ৰামী সভাপতি ইসলামপুর উপজেলা শাখার সভাপতি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা সমবায় সমিতি লিঃ ইসলামপুর, জামালপুর-এর আবিদা সুলতানা যূথী গ্রামে গ্রামে ব্যাপক গণসংযোগ করছেন। গতকাল শুক্রবার দিনব্যাপি কুলকান্দি ও বেলগাছা ইউনিয়নের বিভিন্ন গ্রাম হাট বাজারে ব্যাপক গণসংযোগ করেছেন।

এছাড়া রেলওয়ে ষ্টেশন, থানা মোড়, হাসপাতাল মোড়, পৌর সদরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন তিনি। গণসংযোগকালে এসব এলাকার সাধারণ ভোটাররা আন্তরিকভাবে তাকে সমর্থন জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।

এবিষয়ে আবিদা সুলতানা যূথী বলেন, সরকারের ১৫ বছর অনেক উন্নয়ন করেছেন যার ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান তিনি। আরো জানান, দুস্হ মহিলাদের বেকার ভাতা বাড়ানোসহ অসহায়দের পাশে থেকে সমস্যা সমাধানের জন্য কাজ করে যাবো ।

এছাড়া ইসলামপুরকে আধুনিক শহর হিসেবে গ্রামের প্রতিটি মানুষের বিশেষ করে নারীদের জন্য সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করবো ইন শা আল্লাহ।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment