জামালপুরে ট্রেনে ডাকাতিকালে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় পাঁচ জনকে আমৃত্যু কারাদন্ড

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরে ট্রেনে ডাকাতিকালে অজ্ঞাত এক ব্যক্তিকে হত্যার ঘটনায় পাঁচ জনকে আমৃত্যু কারাদন্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে জামালপুর স্পেশাল জজ আদালতের বিচারক স্পেশাল জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবু তাহের এই রায় দেয়।

আদালতের রায়ের সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারী রাতে একটি লোকাল ট্রেনে ডাকাতিকালে সবকিছু ছিনিয়ে নিয়ে অজ্ঞাত এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করে জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ট্রেন থেকে ফেলে দেয় অভিযুক্তরা। ওই ঘটনায় একই বছরের ১৩ মে জামালপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এএসআই মীর মজনু। পরবর্তীতে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ তদন্ত করে ২০১২ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্যের ভিত্তিতে পাঁচ আসামীর মধ্যে চার জনের উপস্থিতিতে তাদের সকলকে আমৃত্যু কারাদন্ডের আদেশ দেন স্পেশাল জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবু তাহের।

দন্ডপ্রাপ্ত পাঁচ জন হলেন জীবন, রাকিব, সোহেল, শিপন ও রনি। এদের মধ্যে রনি পলাতক রয়েছে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট নুরুল করিম ছোটন। আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাচ্চু।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment