নকলায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির দ্বিতীয় ধাপের বই ও উপকরণ হস্তান্তর

শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের নকলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি কার্যক্রমের দ্বিতীয় ধাপের বই হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলায় চলমান ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠকগনের হাতে ওইসব বই হস্তান্তর করা হয়। স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পিন্টু কুমার বই হস্তান্তর করেন।
এসময় নকলা প্রেস ক্লাবের সভাপতি, বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির সংগঠক মো. মোশারফ হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর (ডাটা এন্ট্রি অপারেটর) হাবিবুর রহমান, আফজালুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সংগঠকের প্রতিনিধি আবু সাঈদ, পিছলাকুড়ি নিন্মমাধ্যমিক বিদ্যালয়ের সংগঠকের প্রতিনিধি আব্দুস সালাম, নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠকগন উপস্থিত ছিলেন।
তথ্য মতে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম এই ‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’ বাস্তবায়ন করছে। এই কর্মসূচির আওতায় উপজেলার ২৮টি বিদ্যালয় ও ১৯টি মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানে দ্বিতীয় ধাপের মোট ৩১৫ টি বই ও শাখা সংগঠন পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল প্রকার উপকরণ সংগঠকদের হাতে তুলে দেওয়া হয়।
Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment