শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শিশু দিবস পালিত

শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে ১৭ মার্চ সকালে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
এ কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ে চত্ত্বরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
এ সময় শেরপুর সদর -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর রুমান এর পক্ষে প্রধান নির্বাহী জেবুন নাহার সাম্মী, পুলিশ সুপার মোনালিসা বেগম, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর জেলা কারাগারের জেল সুপার, হুমায়ুন কবীর, সিভিল সার্জন অনুপম ভট্টাচার্য, ও সাবেক মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এডভোকেট মোঃ মোখলেছুর রহমান আকন্দ, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ও ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মোঃ খুরশেদ আলম ইয়াকুব, মানবাধিকার সংস্থা ” আমাদের আইন” এর জেলা কমিটির চেয়ারম্যান নূর-ই-আলম চঞ্চল, মানবাধিকার সংস্থা “আইন সহায়তা ফাউন্ডেশন ” এর জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সরকারী-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন। এছাড়াও শেরপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।
পুস্প স্তবক অর্পন শেষে এক আলোচনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বিদেহী আত্নার মাগফেরাত কামনা  এবং বঙ্গবন্ধুর তনয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘ হায়াত ও সুস্থ জীবনের জন্য দোয়া করা হয়।
Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment