ইসলামপুর প্রতিনিধিঃ
“সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই স্লোগানে জামালপুরের ইসলামপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে পালিত হয়েছে ষষ্ঠ জাতীয় ভোটার দিবস।
শনিবার (২ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা জামান হোসেন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভা বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জামাল আবু নাসের চৌধুরী চার্লেস।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ অনেকে।
0 $type={blogger}:
Post a Comment