ইসলামপুরে মাঠ চষে বেড়াচ্ছেন মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানার যূথী

মোহাম্মদ আলমাছ হোসেন আওয়ালঃ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের মতো জামালপুরের ইসলামপুরে প্রার্থী ও তাদের সমর্থকদের মাঝে নির্বাচনী আমেজ ও উদ্দীপনা তৈরি হয়েছে।

উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে ব্যাপক গণসংযোগের মাধ্যমে ভোটারদের দৃষ্টি আকর্ষণে ব্যাস্ত সময় পার করছেন উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি আবিদা সুলতানা যূথী।

সোমবার (০৪ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারী কর্মী ও সমর্থকদের নিয়ে তিনি ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ও চরপুটিমারী ইউনিয়নে গণসংযোগ করেন। এসময় তিনি ডিগ্রীচর বাজার, ৪ নং চর বাজারসহ বিভিন্ন ব্যবসায়ী, রিকশাচালক, ভ্যানচালকসহ সর্বসাধারণের মাঝে গণসংযোগের মাধ্যমে দোয়া-সহযোগিতা ও নির্বাচনে ভোট প্রার্থনা করেন।

এসময় ইসলামপুর পৌর যুব মহিলা লীগের সভাপতি মায়া আক্তার, সাধারণ সম্পাদক শাহানা আক্তারসহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment