মুক্তি আল মাহমুদ খানের "খাঁটি প্রজা"

মাছের দাম ঢের বেড়েছে
ফলমূলে আগুন,
এক লাফে দ্বিগুণ বেড়েছে
দেশি সকল বেগুণ।।

খেজুর ছেড়ে বরই খাবো
পুষ্টি কার বেশি?
অতি চড়া লেবুর দাম
থেমে নেই ভুষি।।

চলছে যেনো এই দেশে
ব্যবসায়ীদের খেলা,
সকালবেলা চোরের কারবারি
সাধুু সন্ধ্যা বেলা।।

কারো কথা কেউ শুনেনা
সবাই নাকি রাজা,
আমরা যারা কিনে খাই
তারাই খাঁটি প্রজা।।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment