নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী গ্রামের বাসিন্দা সাংবাদিক এম.এ রফিকের পরিবারের উপর পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত শনিবার সন্ধ্যায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছেন সাংবাদিকের স্ত্রী লাকী আক্তার (৩৫)। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায় নারিকেলী গ্রামের মোঃ আঃ ছাত্তার, হেনা বেগম, সাদিকুল ইসলাম গংদের সাথে দীর্ঘদিন যাবৎ পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় সাংবাদিক পরিবারের উপর হামলা করা হয়। এসময় সাংবাদিক রফিক বাড়িতে না থাকায় দূর্বৃত্তরা বাড়িতে অকথ্য ভাষায় গালিগালাজ ও তার স্ত্রীকে মারধর করে গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এছাড়া তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয় দূর্বৃত্তরা। সেই সাথে বাড়ী ঘর ভাংচুর ও উচ্ছেদের হুমকি দেয় তারা। এ বিষয়ে দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার সম্পাদক মোঃ রাশেদুর রহমান রাসেল বলেন সাংবাদিকদের নিরাপত্তা কোথায়, আমরা সবসময় মানুষের জন্য কাজ করি, আর আমাদের পরিবারের সদস্যদের উপর হামলা খুবই দুঃখজনক ঘটনা। এর আগেও এই পরিবারের সদস্যদের উপর হামলা করা হয়েছিলো। দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। এ বিষয়ে কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল বলেন বেশ কিছুদিন যাবৎ সাংবাদিকের সাথে আব্দুস ছাত্তার গংদের মাঝে জমি ও পারিবারিক বিরোধ চলে আসছে। এ নিয়ে গ্রাম্য শালিসের মাধ্যমে সাংবাদিকের এম.এ রফিকের পক্ষে রায় প্রদান করা হয়েছে। কিন্তু তারা শালিস না মেনে উল্টো সাংবাদিক পরিবারের উপর হামলা করেছে বিষয়টি আমি জানতে পেরেছি যা খুবই দুঃখজনক ঘটনা। আশা করি প্রশাসন দ্রুত ব্যবস্থা নিবে। ভুক্তভোগী সাংবাদিক এম.এ রফিক বলেন প্রায় চার বছর আগে জমি বিক্রি করার জন্য ছাত্তার পঞ্চাশ হাজার টাকা বায়না নেয়। কিন্তু উক্ত জমি আমাকে রেজিষ্ট্রি করে না দিয়ে উল্টো প্রতারনার আশ্রয় নেয়। আমি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে শালিস বৈঠকে বসলে আমার টাকা ফেরত দেওয়ার জন্য চেয়ারম্যান নির্দেশনা প্রদান করেন। কিন্তু উক্ত শালিস না মেনে উল্টো আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে হত্যার হুমকি দেয় আব্দুস ছাত্তার গং এবং পরিকল্পিত ভাবে গতকাল আমার পরিবারের উপর হামলা করে। আমি ন্যায় বিচার কামনা করছি। অভিযুক্ত আব্দুস ছাত্তার বলেন আমি অসুস্থ এই বিষয়ে কোন কথা বলতে পারবো না। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহব্বত কবির বলেন সাংবাদিকের পরিবারের উপর হামলার একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
Home / জামালপুর /
জামালপুর সদর /
বাছাইকৃত সংবাদ /
বাংলাদেশ /
সকল /
সকল খবর
/ জামালপুরে সাংবাদিকের পরিবারের উপর হামলা \ হত্যার হুমকি
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 $type={blogger}:
Post a Comment