ইসলামপুরে ডা: খোরশেদুজ্জামান মিশ্রি মিয়ার ২১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

মোহাম্মদ আলমাছ হোসেন আওয়ালঃ 

বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামপুর উপজেলা শাখার সাবেক সভাপতি ডা: খোরশেদুজ্জামান মিশ্রি মিয়ার ২১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ ) দুপুরে হাসপাতাল রোড দরিয়াবাদে নির্মাণাধীন রুশিন কম্পোজিট মিলস লিঃ এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও ডা: খোরশেদুজ্জামান মিশ্রি মিয়া কল্যাণ ট্রাস্টের বোর্ড অব ট্রাষ্টী এস.এম শাহীনুজ্জামান।

দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জিয়াউল হক জিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. এসএম জামান আব্দুন নাছের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আব্দুল কাদের শেক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক এস.এম জাহাঙ্গীল আলম ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর প্রমুখ।

এ সময় রুশিন কম্পোজিট মিলস, লিঃ এর প্রায় ১৫ শতাধিক কর্মী ও ডাঃ খোরশেদুজ্জামান মিশ্রি কল্যাণ ট্রাস্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব সময়ে ডা: খোরশেদুজ্জামান মিশ্রি মিয়ার ২১তম মৃত্যু বার্ষি কীর স্মৃতি চারণ করে করে নেতাকর্মী বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ডা: খোরশেদুজ্জামান মিশ্রি মিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment