শুভ মুক্তি পেল মৈনাক মিত্র ও কৌস্তুভ চক্রবর্তী পরিচালিত "হাতে খড়ি"

কলকাতা প্রতিনিধিঃ

আজ ২৯ শে মার্চ শুক্রবার ঠিক বিকেল পাঁচটায় ,কলকাতার প্রিয়া সিনেমা হলে ,কপিরাইট এন্টারটেইনমেন্ট এবং ফিল্ম পার্টনার্জ স্টুডিওজ নিবেদিত, মৈনাক মিত্র ও কৌস্তুভ চক্রবর্তী পরিচালিত… হাতে খড়ি….শুভ মুক্তি পেল। এক ঝাঁক কলা কুশলীদের উপস্থিতিতে।

এই ছবিতে অভিনয় করেছেন, সোনালী চৌধুরী, কঙ্কনা হালদার, শঙ্খদীপ ব্যানার্জি, বিশ্বনাথ বসু, সুমিত সমাদ্দার, দেবরাজ ভট্টাচার্য, প্রান্তিক ব্যানার্জি, রাজু মজুমদার ,মোমো, মিঠুন, দেবনাথ, সৃজা বোস রুদ্ররাজ চক্রবর্তী, প্রিয়দর্শিকা চক্রবর্তী, শায়ক দাস ,রাকেশ ভট্টাচার্য সহ অন্যান্যরা।

সম্পাদনা কৌস্তভ চক্রবর্তী, নৃত্য পরিকল্পনার জয় দত্ত ও মৈনাক মিত্র , সংগীতে অমিত চ্যাটার্জী, সুপ্রতিম ভট্টাচার্য, শুভঙ্কর দেবনাথ ও শুভদীপ বক্সী, চিত্রনাট্য সংলাপ মৈনাক মৈত্র, চিত্রগ্রহণ রিপন হোসেন, কার্য নির্বাহী প্রযোজক ও সৃজন পরিকল্পনায় গোপাল ঘোড়াই।

প্রযোজক উমাশংকর কেশ, বিশ্বনাথ ঘোড়াই, সম্রাট বোস, অতুল্য কুমার ভার্মা ,বালা ভট্টাচার্য, মেঘা চক্রবর্তী ও ৺কাঞ্চন হালদার।

হাতেখড়ি নামকরণের মধ্য দিয়ে পরিচালক একটি সুন্দর পরিকল্পনা তুলে ধরেছেন এবং মানুষের মনে একটা দাগ কাটার চেষ্টা করেছেন, যেখানে ছোটবেলায় এই হাতে খড়ির মধ্য দিয়েই শিক্ষা শুরু হয় পরিবারের বাচ্চাদের, আস্তে আস্তে এই হাতে খড়ি জিনিসটা প্রায় বন্ধ হতে বসেছে, পরিচালক এই ছবির মধ্য দিয়ে পুনরায় শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং যেকোনো বিষয়ে হাতে খড়ি কে তুলে ধরার জন্যই এই ধরনের একটি ছবি তৈরি করেছেন।

এটি পরিচালকের প্রথম ছবি, তাই ছবিটির নামও.. হাতে খরি.. এই ছবিতে পাঁচটি ছোট শিশুর চরিত্র তুলে ধরা হয়েছে, খানে অর্থের অভাবে পড়তে পারেনা আবার দেখানো হয়েছে পয়সা থেকেও ছেলে-মেয়েকে পোড়ানোর আগ্রহ প্রকাশ করা যায় না, আবার কাউকে পোড়ানোর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।, কোথাও কোথাও নিজে পড়াশোনা শেখে আরেকজনকে পোড়ানোর প্রচেষ্টা তৈরি করেছেন।, তাই পরিচালক এমন একটি নামকরণ করেছেন যেখানে যে কোন বিষয়ের হাতে খড়ি হতে পারে।

শিক্ষার দিকেও হতে পারে,, কাউকে শেখানোর দিকেও হতে পারে, কোন কিছু বানানোর দিকে হতে পারে, তাই হাতে খড়ি, তার প্রথম তৈরি টাই শিখিয়ে দেয়। ঘড়ির মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাকে একটা নতুন বার্তা দিতে পারে,

তাই পরিচালক মৈনাক মৈত্র এবং কৌস্তব চক্রবতী বলেন, আমরা চেষ্টা করেছি একটি নামকরণের মধ্য দিয়ে সমাজে এগিয়ে যাওয়ার বার্তা পৌঁছানো, প্রতিটি ছেলে মেয়েকে শিক্ষার প্রসার তৈরি করা, বাকিটা ছবি দেখে দর্শক বলবে, ছবিটি না দেখলে সময় তো বিষয়টি বোঝা যাবে না, সবাই ছবিটি দেখুন, চেষ্টা করেছেন ছবিটির মধ্য দিয়ে আপনাদেরকে আনন্দ দেওয়ার।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment