প্রচারনা ব্যস্ত সময় পার করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ

রোকনুজ্জামান সবুজঃ

জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান আগ্রহী প্রার্থী আব্দুল লতিফ মিয়া বিভিন্ন ইউনিয়নের সর্বত্র মাঠ চষে বেড়াচ্ছেন। দিন-রাত প্রতিটি পাড়া-মহল্লায়,হাট-বাজারে গণসংযোগ নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তিনি নির্বাচনী এলাকায় সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

স্বাস্থ্য পেশায় দীর্ঘ দিন যাবৎ সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন এবং গরীব দুখী মানুষের পাশে থেকে সহযোগীতা করছেন তুষার ডায়াগনোষ্টিক সেন্টারের পরিচালক। এ সময় তিনি বর্তমান সরকারে উন্নয়ন কর্মকাণ্ড, উপজেলা পরিষদের আগামী উন্নয়ন ভাবনা ও পরিকল্পনার চিত্র তুলে ধরছেন। এ ধরনের গণসংযোগের ফলে প্রতিটি এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

তিনি উপজেলার চরগোয়ালিনী,চরপুটিমারী,গাইবান্ধা ও গোয়ালেরচর ইউনিয়নের প্রতিটি গ্রাম,পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ মিয়া বলেন, উপজেলা পরিষদ হচ্ছে জনগনের উন্নয়নের কেন্দ্রবিন্দু। ফলে বর্তমান সরকারে উন্নয়নের সব কার্যক্রম উপজেলা ভিত্তিক হলে জনগণ উপকৃত হবে। সৎ আর্দশ মানুষ নির্বাচিত হলে জনগণ ভালো সেবা পাবে। তাই জনগণের কল্যাণে কাজ করতে উন্নয়নের ধারাবাহিকতা সচল রাখতে এবং মাদক-দূর্নীতিমুক্ত করার অঙ্গীকার নিয়ে আমার পথচলা।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment