শেরপুর প্রতিনিধিঃ
১৯৯৫ সালের এস.এস.সি ব্যাচের শেরপুরের বন্ধু দীপু সিং দীর্ঘদিন অসুস্থ থেকে অবশেষে চলতি মাসের ৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) হৃদরোগে আক্রান্ত হয়ে ইহকালের মায়া ত্যাগ করেন। মৃত্যুকালে সে স্ত্রী ও একমাত্র মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। কিন্তু দীর্ঘদিন দীপু সিং’র চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে তার পরিবারের লোকজন একপ্রকার অসহায় ও হতাশ হয়ে পড়েন।
এমতাবস্থায় এস.এস.সি-১৯৯৫ ব্যাচের শেরপুরের বন্ধুরা সহযোগিতার মনোভাবে সদ্যপ্রয়াত বন্ধু দীপুর পরিবারের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন এবং তা বাস্তবায়নে বন্ধুরা স্বেচ্ছায় অংশ গ্রহন করেন। এক সংক্ষিপ্ত নোটিশে কয়েক দিনের মধ্যেই প্রয়াত বন্ধুর পরিবারের জন্য তৈরি করা সহায়তা তহবিলে অর্ধলক্ষাধিক (৫২ হাজার) নগদ টাকা জমা করেন এস.এস.সি-১৯৯৫ ব্যাচের বন্ধুরা।
২৬ ফেব্রুয়ারি সোমবার দুপুরের দিকে এস.এস.সি-১৯৯৫ ব্যাচের শেরপুরের বন্ধুরা শেরপুর জেলা শহরের সিংপাড়া মহল্লার সদ্যপ্রয়াত বন্ধু দীপুর স্ত্রী ও মেয়ের খোঁজ খবর নিতে গিয়ে ওই ৫২ হাজার টাকা তাদের হাতে তুলেদেন।
শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া মোহাম্মদ লিটন তাঁর পরিবারিক ফাউন্ডেশন থেকে সদ্যপ্রয়াত দীপু সিং’র মেয়ের লেখা-পড়া চালিয়ে নিতে শিক্ষা বৃত্তি ও অনুদান এবং দ্রুত সময়ের মধ্যে প্রাপ্যতার ভিত্তিতে পৌরসভা থেকে ভাতা ও অন্যান্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া মোহাম্মদ লিটন, এস.এস.সি-১৯৯৫ ব্যাচের বন্ধু এ্যাডভোকেট বন্ধু রূপম সিংহ রায়, বন্ধু মো. লালন মোল্লাহ, ডা. মিজানুর রহমান, হায়দার মাহমুদ শান্ত, ডা. মাজহারুল ইসলাম, মিলন সাহা, এনামুল হক, বিপুল, জুলফিকার নয়ন, জাকির হোসেন হীরা ও শেরপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা বাপ্পীসহ অনেকে উপস্থিত ছিলেন।
যে বা যারা প্রয়াত বন্ধুর পরিবারের পাশে দাঁড়াতে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা পূর্বক ধন্যবাদ জানিয়ে এস.এস.সি-১৯৯৫ ব্যাচের শেরপুরের বন্ধু মো. লালন মোল্লাহ জানান, যেকোন কারনে যে বা যারা প্রয়াত বন্ধুর পরিবারের পাশে সহযোগিতার মনোভাবে দাঁড়ানোর সুযোগ পাননি; তারা চাইলে বন্ধু মিলন সাহার ০১৭১২-০৫২১৫২ এই পার্সোনাল বিকাশ নম্বরে সহযোগিতা পাঠাতে পারেন। সহযোগিতার পরিমাণ এস.এস.সি-১৯৯৫ ব্যাচ শেরপুরের গ্রুপে জানিয়ে দেওয়া হবে এবং সহযোগিতা পৌঁছে দেওয়ার দিন, তারিখ ও সময় আগাম জানিয়ে দেওয়া হবে।
0 $type={blogger}:
Post a Comment