জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ই ফেব্রুয়ারী) সকালে জামালপুর সরকারী আশেক মাহমুদ কলেজের উদ্যোগে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজ মাঠে আয়োজন করা হয়। নবীন বরন অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর ৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। অন্যানদের মধ্যে বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মোঃ সফিউর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান
ছানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, বাংলা বিভাগের অধ্যাপক আব্দুল হাই আল হাদী, নবীনবরন আয়োজন কমিটির আহবায়ক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান, কলেজ শিক্ষক সংসদের সম্পাদক শাকের আহম্মেদ
চৌধুরী, প্রভাষক মোঃ রওশন আলম মিঠু প্রমুখ।
এ সময় বক্তারা ছাত্রছাত্রীদের লেখাপড়ার মনোনিবেশ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে আগামীর প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান।
পরে কলেজ মাঠে দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন শিক্ষার্থী।
0 $type={blogger}:
Post a Comment