রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে শেরপুরে প্রস্তুতিমুলক সভা

শেরপুর প্রতিনিধিঃ
আসন্ন রমজানে চাল-ডাল,তেল, মাছ-মাংস, খাদ্য-সামগ্রী, ওষুধ সহ নিত্যপণ্যের দাম সহনশীল রাখার বিষয়ে
শেরপুরে এক প্রস্তুতিমুলক সভা হয়েছে। কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সহায়তায় জেলা প্রশাসন ২৮ ফেব্রুয়ারি বুধবার এ সভার আয়োজন করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
সভায় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম বলেন,
মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, বর্তমান বাজারদর পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ মজুদসহ অন্যান্য যে সকল কারণে বাজারমুল্যকে প্রভাবিত করে এমন কার্যক্রম সমূহ মোকাবেলার উদ্দেশ্যে এ প্রস্তুতিমুলক সভার আয়োজন করা হয়েছে। তিনি বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ তুলে ধরে বলেন, ধর্মীয় এবং বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে সারা বিশ্বেই জিনিসপত্রের দাম কিছুটা কমে, কিংবা ছাড়ে বিক্রী হয়।
কিন্তু আমাদের দেশে এটার ব্যতিক্রম লক্ষ্য করা যায়। এজন্য তিনি ব্যবসায়ীদের প্রতি মুনাফা কিছুটা কম হলেও দ্রব্যমুল্য সহনীয় পর্যায়ে রাখার আহবান জানান।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আরাফাতুর রহমান, ক্যাব জেলা কমিটির সাধারণ সম্পাদক হাকিম বাবুল, চেম্বার সভাপতি আসদুজ্জামান রওশন, নয়ানী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জুলফিকার আহমেদ, জেলা চালকল মালিক সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মো. শামীম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও জেলা খাদ্য নিয়ন্ত্রক, জেলা মৎস্য কর্মকর্তা, জেলা বাজার মনিটরিং কর্মকর্তা, প্রাণীসম্পদ কর্মকর্তা সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, ভোক্তা অধিকার সংগঠন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজান মাসে ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় পণ্যের দাম বাড়িয়ে দেন। এবছর যেন সেই পরিস্থিতির সৃষ্টি না হয়। নৈতিকতা বোধের জায়গা থেকে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান বক্তারা। ভোক্তা স্বার্থ সংরক্ষণে ক্যাবের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি এবং মনিটরিং আরো জোরদার করার সুপারিশ করা হয়।
Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment