নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশ মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার রাতে উপজেলার বিশগিরিপাড়া ও নয়াবিল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এরমধ্যে উপজেলার বিশগিরিপাড়া এলাকার মৃত জাফর আলীর ছেলে নবী হোসেন (২৮) ও একই এলাকার লালু মিয়ার ছেলে সুমন মিয়াকে (২৬) ৩৫ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এছাড়া নয়াবিল এলাকা থেকে মৃত ইমান আলীর ছেলে আহসান হাবিব ওরফে হেলাল নামের আরেক ব্যক্তিকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া জানান, রবিবার দুপুরে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
0 $type={blogger}:
Post a Comment