জামালপুরে পাবলিক লাইব্রেরী নবনির্মিত ভবন উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন এবং অবকাশ পাবলিক লাইব্রেরী উৎকর্ষ কেন্দ্র-এর নবনির্মিত ভবন উদ্বোধন এবং লাইব্রেরির যুগপূর্তি উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল থেকে দিনব‍্যাপী ভাটারা আব্দুর রেজ্জাক খান আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‍্য রাখেন মহাপরিচালক (অতিরিক্ত সচিব), গণগ্রন্থাগার, অধিদপ্তর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মোঃ আবুবকর সিদ্দিক, বিশেষ অতিথি জামালপুর জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান, জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা সহ আরও অনেকেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রেজাউল করিম ভূইয়া, পরিচালক, অবকাশ পাবলিক লাইব্রেরী ও উৎকর্ষ কেন্দ্র।

এ সময় বক্তারা বলেন, বই পড়ার মাধ‍্যমে জ্ঞান চর্চা ও সৃজনশীল কাজের মাধ্যমে উন্নত সমাজ প্রতিষ্ঠা করাই আমাদের প্রত্যয়। এরই ধারাবাহিকতায় জামালপু জেলার সরিষাবাড়ি উপজেলার ভাটারা বাজারে গড়েতুলা হয়েছে অবকাশ পাবলিক লাইব্রেরী।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment