শেরপুরে কৃষকের ৩০ একর ইরি-বোরো ধান বিনষ্ট

শেরপুর প্রতিনিধিঃ
শেরপুর জেলার সদর উপজেলার ৬ নং পাকুড়িয়া ইউনিয়নের
সদ্য রোপণকৃত বীজতলা রোপনের ২ মাসের মধ্যে নানা রোগে আক্রান্ত হয়ে প্রায় ৩০ একর আবাদি জমি হলুদ রংগে পচনশীল হয়ে ৩০ একর জমির আবাদ এখন বিনিষ্টের পথে। এতে করে কৃষক কুলের প্রায় কোটি টাকা’র ইরি বোরো আবাদ ধ্বংসের মুখে।
ভুক্তভোগী কৃষক খলিলুর রহমান, আব্দুল ছালাম, মোঃ হাতেম আলী জানায়, প্রতি একর কৃষি জমি আবাদ করতে বীজতলা,সার,পানি, ট্রাকটার খরচসহ প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়ে থাকে। এছাড়াও কৃষকের অভিযোগ মাঠ পর্যায়ে নিয়োজিত থাকা কৃষি অফিসের কোনো কর্মকর্তা ও কর্মচারীর কোনো সময় দেখা মিলে না।
পাকুড়িয়া ইউনিয়নের দায়িত্বে থাকা উপ-সহকারি কৃষি  অফিসার মোঃ মনোয়ার হোসেন মোল্লা  বলেন, ইরি বোরো বীজতলার রোগটা খুবই জটিল এর আগে এমন রোগ দেখা মেলেনি। তবুও কৃষকদের মাঝে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত দিয়েছি, আশা করি দ্রুত সময়ের মধ্যে বীজতলার রোগটা কিছুটা নিরসন হতে পারে।
এ ব্যাপারে শেরপুর সদর উপজেলা কৃষি অফিসার মুসলিমা খানম নীলু বলেন, আমি উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে বিষয়টি দেখার জন্য বলে দিয়েছি।
Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment