টিকিট কালোবাজারির অভিযোগে ময়মনসিংহ রেলওয়ে বুকি সহকারী রফিকুল ইসলাম গ্রেফতার

জামালপুর দর্পণ ডেস্কঃ

টিকিট কালোবাজারির অভিযোগে ময়মনসিংহ রেলওয়ের কর্মচারী (বুকিং সহকারী) মো. রফিকুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে রেলওয়ে পুলিশ কালোবাজারির ১২টি টিকিট জব্দ করে।

আজ সোমবার বিকেলে বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা রেলওয়ে বিভাগের পুলিশ সুপার আনোয়ার হোসেন এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল রোববার রাত ১১টার দিকে রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে পুলিশ রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ১২টি টিকিট, কালোবাজারির ৫ হাজার ১০০ টাকা, দুটি মোবাইল ফোন, সাধারণ যাত্রীদের এনআইডি ও মোবাইল নম্বর সংবলিত তালিকা জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রফিকুল ইসলাম দায়িত্ব পালনের সময় কাউন্টারে টিকিট কাটতে আসা সাধারণ যাত্রীদের মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহ করে একটি তালিকা প্রস্তুত করে নিজের কাছে রেখে দিতেন। পরে সুযোগ বুঝে সাধারণ যাত্রীদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর ব্যবহার করে বিভিন্ন গন্তব্যের ভিন্ন ভিন্ন ট্রেনের টিকিট কেটে নিজের কাছে রেখে দিতেন। এরপর বাইরে এনে পরিচিত দালাল ও কালোবাজারিদের কাছে সরবরাহ করতেন। টিকিট বিক্রির লভ্যাংশ তিনি বিকাশ ও নগদ অ্যাপসের মাধ্যমে বুঝে নিতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রফিকুল ইসলাম আগেও টিকিট কালোবাজারিতে জড়িত এমন তথ্যপ্রমাণ রয়েছে। তাঁর বিরুদ্ধে রেলওয়ে থানায় নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment