মোহাম্মদ আলমাছ হোসেন আওয়ালঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যাপক গণসংযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাকছুদুর রহমান আনছারী।
গত কয়েক দিন ধরে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যাপক গণসংযোগ, ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং ভোটারদের নিকট দোয়া ও সমর্থন কামনা করছেন।
এ সময় তার সঙ্গে দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন সমর্থক উপস্থিত ছিলেন। এ সময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ্প্রার্থী হিসেবে উপজেলা বাসীর নিকট দোয়া কামনা করেন।
চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাকছুদুর রহমান আনছারী বলেন, আমি ইসলামপুর উপজেলার মানুষের সঙ্গে সুখে-দুঃখে ছিলাম, বর্তমানে আছি, আগামীতেও থাকবো। এছাড়াও সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত, খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করবো।
নারী নির্যাতন, সন্ত্রাস মুক্ত, বেকার সমস্যা সমাধান, রাস্তা-ঘাটের উন্নয়ন মূলক কাজ করবো। ইসলামপুর উপজেলাকে একটি আধুনিক মডেল উপজেলায় রূপান্তিত করবো।
এ জন্য তিনি দলীয় নেতা-কর্মীসহ দলমত নির্বিশেষে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
0 $type={blogger}:
Post a Comment