রোকনুজ্জামান সবুজঃ
জামালপুরের ইসলামপুরে চলমান এসএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় অভিযুক্ত কক্ষ পরিদর্শক মোতালেব হোসেন ও কামাল উদ্দিন নামে দুই কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে প্রশ্নফাঁসের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে সকালে ইসলামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যে ইসলামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভেন্যুর কক্ষের জানালা দিয়ে প্রশ্ন পত্র বাহিরে দেয় পরিক্ষার্থীরা।
এসময় মূহুর্তের মধ্যেই প্রশ্ন ফাঁস বিষয়টি মোবাইলে মোবাইলে ভাইরাল হয়ে যায়। এই খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার তৎক্ষণিক কেন্দ্রটি পরিদর্শন করে কক্ষ পরিদর্শক মোতালেব হোসেন ও কামাল উদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
অব্যাহতি প্রাপ্ত কক্ষ পরিদর্শক কামাল উদ্দিন পাঁচবাড়িয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মোতালেব পঁচাবহলা জয়তুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
প্রশ্ন ফাঁসের বিষয়ে ওই কেন্দ্রের দায়িত্বরত কেন্দ্র সচিব মাহবুবুর রহমান বলেন, ‘আমি কি করবো,আমি কি পরীক্ষা হলে গিয়ে বসে থাকবো। কক্ষে যারা দায়িত্বে ছিল তাদের বহিষ্কার করা হয়েছে।’
এব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেয়ে সাথে সাথেই কেন্দ্রটি পরিদর্শন করে কক্ষ পরিদর্শকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নকল করা ভিডিওটি দেখে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
উল্লেখ্য, ইসলামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভেন্যুতে ৫টি বিদ্যালয়ের ৬০১ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। ইংরেজি প্রথম পত্র পরীক্ষা।
0 $type={blogger}:
Post a Comment