মোহাম্মদ আলীঃ
যুগের পবিবর্তনে বদলেছে পৃথিবী। বদলেছে দেশ। গ্রাম হয়েছে শহর, শহর হয়েছে মহাশহর। কাঁচা সড়কগুলো হয়েছে পাকা। আর পাকা সড়কগুলো পরিণত হয়েছে উড়ন্ত সড়কে। কিন্তু, সেভাবে যুগের সে ছোঁয়া লাগেনি বিশ্ব ইজতেমার ময়দানে!
বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বড় দ্বীনি প্রতিষ্ঠান তাবলীগ জামাত। দিন দিন বাড়ছে এর আয়োজন, সম্প্রসারণ ও ব্যাপকতা। প্রতিদিনই নতুন মানুষ যুক্ত হচ্ছেন এসংগঠনের সাথে। কিন্তু, সেই অনুপাতে বাড়ছে না এর ভৌগোলিক অবস্থা। বিশেষ করে বিশ্ব ইজতেমার ময়দান।
জানা যায়, বর্তমান বিশ্বে তাবলীগ জামাতের সবচেয়ে বড় জমায়েত বাৎসরিক সমাবেশ বা বিশ্ব ইজতেমা। বাংলাদেশে টঙ্গির তুরাগ পাড়ে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল ১৯৬৬ সালে। ওই সময় এই ময়দানের আকার আয়োতন যা ছিল, আজও তা-ই আছে। বাড়েনি। বরং কমেছে। অথচ এই ৫৮ বছরে সংগঠনটির বেড়েছে জনপ্রিয়তা, ব্যাপকতা ও জগৎময় বিস্তৃতি। আগে যেখানে ছিল একজন এখন সেখানে সংখ্যা দাঁড়িয়েছে একশজনে। কিন্তু, সে অনুপাতে বাড়েনি এর সমাবেশস্থল। তুরাগ পাড়ে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমা এখন তিল ধারণের ঠাঁই থাকে না। লোকে হয় লোকারন্য। মাঠের ও মাঠের বাইরে এবং এর আশেপাশে ফাঁকা জায়গা, রাস্তা ঘাট, ফুটপাতে শুয়ে বসে দিন রাত কাটান আগত মুসুল্লিরা।
মাথার উপর খোলা আকাশ। মুসুল্লিরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে। অযু গোসল প্রস্রাবখানার নেই আলাদা ব্যবস্থা। নেই নির্দিষ্ট কোনো রান্নাঘর। বহুতল বিশিষ্ট কয়েকশ পায়খানা থাকলেও পর্যাপ্ত নয়। একজন মুসুল্লিকে অযু এস্তেন্জা সেরে পবিত্র হতে হলে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে ঘন্টাব্যাপী। যেতে আসতে অতিক্রম করতে হয় হাজার হাজার মানুষের ভীড়। যা অনেকের পক্ষেই অসম্ভব। এছাড়া আছে পানি সঙ্কট!
সবমিলিয়ে সময়ের বা যুগের উৎকর্ষতার যেন ছোঁয়া লাগেনি অর্ধশত বছরের বিশ্ব ইজতেমার ময়দানে!
0 $type={blogger}:
Post a Comment