শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের আয়োজনে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে পরিবহন মালিক, চালক ও শ্রমিকদের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি সোমবার দুপুরে থানার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল এর সভাপতিত্বে এবং এসআই রাজীব ভোমিক এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরাফাত রহমান।
এ সময় ট্রাক মালিক সমিতির সভাপতি আইয়ুব আলী ফর্সা, বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহমেদ, শ্রমিক ফেডারেশনের সভাপতি সিরাজুল হক, সাধারাণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্যেরা বক্তব্য রাখেন।
শেরপুরের বিভিন্ন উপজেলায় হঠাৎ করে সড়ক দূর্ঘটনা বেড়ে যাওয়ায় এই সচেতনতামূলক আলোচনার আয়োজন করে থানা কর্তৃপক্ষ।
সভায় উপজেলার সর্বস্তরের সিএনজি, অটো রিক্সা, ট্রাক, বাস মালিক ও শ্রমিকগণ উপস্থিত ছিলেন। সভায় সড়ক দূর্ঘটনা প্রতিরোধকল্পে সচেতনতামূলক আলোচনা করা হয়।
0 $type={blogger}:
Post a Comment