রোকনুজ্জামান সবুজঃ
জামালপুরে সদর উপজেলায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রতারণার অভিযোগে সহকারী শিক্ষকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া এলাকার আব্দুস সামাদের ছেলে আবুল কালাম আজাদ (৪৮) ও পূর্ব বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ইসলামপুর উপজেলার কান্দারচর ফকিরবাড়ি এলাকার ছাবেদ আলীর ছেলে মোস্তাফিজুর রহমান ওরফে মিনার (৩৬)।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেন জেলা ডিবির পরিদর্শক কাজী শাহনেওয়াজ ইমন। এর আগে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শেখের ভিটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তিনি জানান, শুক্রবার সকালে সারাদেশের ন্যায় জেলায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হয়। এই পরীক্ষাকে কেন্দ্র করে একদল প্রতারক চক্র আগেরদিন বিভিন্ন জায়গায় প্রতারণার ফাঁদ পাতে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে উপজেলার শেখের ভিটা মির্জা আজম চত্ত্বর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এলাকায় অভিযান পরিচালনা করে সহকারী শিক্ষকসহ দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হন।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামিদের আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
0 $type={blogger}:
Post a Comment